ঢাকা-কক্সবাজার রুটে নতুন ননস্টপ আন্তঃনগর ট্রেন

0

 পর্যটক এক্সপ্রেস 🚉


ঢাকা-কক্সবাজার রুটে নতুন ননস্টপ আন্তঃনগর ট্রেন। 


ট্রেনের নাম- পর্যটক এক্সপ্রেস

ট্রেনের কোড- ৮১৫ আপ ৮১৬ ডাউন।

--------------------------------------

ট্রেনটি কোরিয়ান ১৬টি কোচ নিয়ে চলবে। ট্রেনের আসন সংখ্যা হবে ৭৮০টি। রবিবার থাকবে ট্রেনের সাপ্তাহিক বন্ধ।

--------------------------------------







প্রস্তাবিত সময়সূচিঃ

৮১৫ আপ পর্যটক এক্সপ্রেস

> কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়। 

> চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে এবং ছাড়বে ১১টা ১৫ মিনিটে। 

> বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৫০ মিনিটে ও ছাড়বে ৩টা ৫৩ মিনিটে এবং 

> ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ভোর ০৪.৩০ মিনিটে।

-----------------------------------------

৮১৬ ডাউন পর্যটক এক্সপ্রেস

> ঢাকা ছাড়বে সকাল ০৬.১৫ মিনিটে  

> বিমানবন্দর স্টেশন পৌঁছাবে সকাল ৬টা ৩৮ মিনিটে ও  ছাড়বে ৬টা ৪৩ মিনিটে, 

> চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ১১টা ২০ মিনিটে ও ছাড়বে ১১টা ৪০ মিনিটে এবং 

> কক্সবাজার স্টেশনে পৌঁছাবে দুপুর ৩টায়

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top