রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজনে চালু হলো শাহবাগ ও কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশন। এর মাধ্যমে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু করা হয়।
রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এই দুই স্টেশন থেকে মেট্রোরেলে যাত্রীরা চড়েছেন।
রাজধানীর গুরুত্বপূর্ণ এ দুটি স্থানে মেট্রোরেল স্টেশন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে সাধারণ মানুষ। তারা জানান, বাণিজ্যিক ও জনবহুল এলাকায় অবস্থিত এ দুটি স্টেশন প্রতিদিন অনেক মানুষের যাতায়াতের সুবিধা দেবে।
মিরপুর থেকে হাফিজ বসুন্ধরা শপিং মলের একটি জুতার শোরুমে কাজ করেন। তিনি বলেন, 'কাজের জন্য প্রতিদিন বাজারে আসতে হয়। কারওয়ান বাজার স্টেশন চালু হওয়ায় আমার অনেক উপকার হয়েছে। কারণ আজ সকালে মিরপুর থেকে বসুন্ধরা সিটি আসতে আমার এক ঘণ্টার বেশি সময় লেগেছে।
শাহবাগে আসা যাত্রী শরীফ বলেন, “মেট্রোরেল ইতিমধ্যেই আমাদের যাতায়াত অনেকটাই কমিয়ে দিয়েছে। আর আজ থেকে সব স্টেশন খুলে দেওয়া হলে আমাদের দুর্ভোগ কমবে। এখন শুধু প্রসারিত সময়ের অপেক্ষা।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইন-৬ এর মোট ১৬টি স্টেশন রয়েছে। স্টেশনগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা মধ্য, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্ম গেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় ও মতিঝিল।
এদিকে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে। আর সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও সেকশনে মেট্রোরেল চলছে। মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী তিন মাসের মধ্যে সমস্ত স্টেশনের সময় সমন্বয় করার পরিকল্পনা করেছে। তাহলে সকাল থেকে রাত পর্যন্ত চলবে এ শহরের আধুনিক গণপরিবহন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক জানান, বর্তমানে মেট্রো রেলে প্রতিদিন ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৫৬ হাজার যাত্রী যাতায়াত করছেন।
গত বছর, থার্টিথ নাইটে ফানুস ওড়ানো মেট্রোরেল যান চলাচলে ব্যাঘাত ঘটায়। তাই এ বছর মেট্রোরেলের আশেপাশে ফানুস না ওড়াতে বলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে (ডিএমপি) চিঠিও দেওয়া হয়েছে।