এবার শাবনূর কে নিয়ে সাকিবের সাথে এক বিশাল অপপ্রচার
ধর্মের কল বাতাসে নড়ে!
ইদানীং শাকিব খানের কিছু ভক্তকে দেখা যায় শাবনূরের নামে বিভিন্ন অপপ্রচার চালাতে! অথচ বর্তমানে ইন্ডাস্ট্রিতে একমাত্র শাবনূর ছাড়া আর কোনো নায়ক কিংবা নায়িকা নেই যাদের হাতে শাকিব লাঞ্চিত,অপমানিত হয়নি! অথচ শাকিব খানের ক্যারিয়ারে শাবনূরের কতটুক অবদান রয়েছে তা মিডিয়ার প্রত্যেকটা ডিরেক্টর,প্রডিউসার থেকে শুরু করে দেশের সব মানুষ জানে!!
◾শাবনূর তার জীবনে একমাত্র টেলিভিশন চ্যানেলে দেওয়া ইন্টারভিউ "সেন্স অব হিউমরে" শাকিব কে রিয়াজ,ফেরদৌসের থেকেও ভালো অভিনেতা বলেছে!
◾সেই প্রোগ্রামে জয় নিজ থেকেই বলেছিলো শাকিবের ক্যারিয়ারে শাবনূরের অনেক অবদান আছে কিন্তু শাবনূর তখন শাকিব কে ছোট না করে সরাসরি বলে দেয় শাকিবের যোগ্যতায় আজ শাকিব হয়েছে!
◾এছাড়াও ছোট পর্দার ফারিয়া শাহরিন একবার এক ইন্টারভিউ দিয়েছিলো যে শাকিবের সাথে কাজ করতে গেলে শাকিবের কু প্রস্তাবে রাজি হওয়া লাগে তখনো শাবনূর এক ইন্টারভিউয়ে বলেছিলো শাকিব খুব ভালো ভদ্র ছেলে তাদের সাথে কখনো বাজে আচরণ করেনি! কারণ শাবনূর তার প্রত্যেকটা হিরো কেই সম্মানের চোখে দেখতো!
অথচ অন্যান্য নায়ক নায়িকাদের মধ্যে-
🔺পপি শাকিব কে স্বার্থপর বলেছিলো যে শাকিবের মধ্যে দেশপ্রেম নেই,ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা নেই! আবার পপি নিজেকে বড় করতে এটাও বলেছিলো যে শাকিবের পারিশ্রমিক নাকি তার কথাতে বাড়ানো হয় অথচ সে নিজেই ছিল অশ্লীল ছবির নায়িকা!
🔺পূর্ণিমাও মেরিল প্রথম আলো পুরুষ্কার অনুষ্ঠানে যৌথ প্রযোজনার ছবি নিয়ে শাকিব কে খুচিয়ে কথা বলেছিল!
🔺রিয়াজ জনসম্মুখে শেইম অন শাকিব খান স্লোগান দিয়েছিল!
🔺ওমর সানি বলেছিল শাকিবের জন্ম তার ড্রয়িং রুমে!.
🔺এছাড়াও মিশা সওদাগর,আলমগীর,ফারুক সহ বিভিন্ন সিনিয়র জুনিয়র যত কলাকুশলী আছে তার অধিকাংশই শাকিব কে বিভিন্ন সময় হেও করে কথা বলেছে!
একমাত্র ব্যতিক্রম শুধু শাবনূর! অথচ শাবনূরের সাথেও শাকিব আর অপু মিলে নোংরা পলিটিক্স করেছিলো! সময়ের পরিক্রমায় আজ অপু-শাকিবের দুঃখের সীমা নেই! সারা দেশবাসী এদের নালত ছাড়া আর কিছু দিচ্ছেনা! আর শাবনূরের সম্মানের জায়গা এতটুকুও নষ্ট হয়নি! বরং অন্যান্য নায়ক নায়িকাদের এসব অশালীন কর্মকান্ডের জন্যে শাবনূরের প্রতি সাধারণ দর্শকের ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে! এতকিছুর পরেও শাকিব খানের গুটিকয়েক ভক্ত শাবনূর কে নানান ভাবে ছোট করে কথা বলে,শাবনূরের পিছনে অলটাইম লেগে থাকে যে জায়গায় শাবনূর ছাড়া অন্য সবার হাতে শাকিব ধোলাই খেয়েছে!শাকিবের ক্যারিয়ারের সেরা গান "আমার হৃদয় একটা আয়না,কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল" এগুলোও শাবনূরের সাথে! একমাত্র শাবনূরের সাথে জুটি হয়েই শাকিব তার সেরা পারফরম্যান্স দেখিয়েছিল! সবকিছুর পরে শাবনূর এখনো শাকিব কে বন্ধু বলে,অপু কে ছোট বোনের মতো আদর করে!
এজন্যেই শাবনূর অতুলনীয়,শাবনূর অসাধারণ,শাবনূর একজনই 💗