শবনম ফারিয়া তে মুগ্ধ হয়েছি নিতু চরিত্রে || মোবারকনাম || Mobaroknama

শবনম ফারিয়া তে মুগ্ধ হয়েছি  নিতু চরিত্রে


হইচই তে মুক্তি গোলাম সোহরাব দোদুল পরিচালিত "মোবারকনাম" ওয়েব সিরিজে মোশাররফ করিম এর স্ত্রী চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। এখানে মোশাররফ করিম কে যতটা রাগী, মেজাজী মনে হয়েছে তার বিপরীতে শবনম ফারিয়া কে ততটা শান্ত মনে হয়েছে। 







তাকে একজন শান্তশিষ্ট, সংসার অনুরাগী স্ত্রী চরিত্রে তাকে দারুণ মানিয়েছিল৷ তার স্ক্রীন টাইম খুবই কম ছিলো কিন্তু যতটুকু সময় অভিনয় করেছেন ন্যাচারালি পারফেক্ট অভিনয় করেছেন। তার এক্সপ্রেশন, লুক, গেটাপ, সবগুলো অসাধারণ লেগেছে। বিশেষ করে পড়ে গিয়ে ব্লিডিং হওয়ার সিনটা আমার কাছে দারুণ লেগেছে।






শবনম ফারিয়া কে এমন চরিত্র বরাবরই মানায় এবং ভালো লাগে। আশাবাদী তার থেকে সামনে আরও ভালো কিছু পাওয়া যাবে।



অনেক দিন পর "মোশাররফ করিম এবং নওরিন খান জেনি" একই ফ্রেমে বন্দি হয়ে জাস্ট ফাটিয়ে দিয়েছে..






দীর্ঘ দিন পর পর্দায় ফিরে জেনি দারুন একটা চরিত্র প্লে করেছেন... এমন চরিত্রে অন্য কেউ কতটুকু সফল হতে পারতো আমার জানা নাই.বলা যায় জেনি পুরোপুরি সফল..তবে মোশাররফ করিম এর সাথে লড়াইটা ছিলো দেখার মতো..

মোশাররফ করিম এর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নাই..

আপনাদের কাছে কেমন লাগলো মোশাররফ করিম এবং নওরিন খান জেনির অভিনয়?
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
No Comment
Add Comment
comment url