পেওনিয়ারের একাউন্ট ভেরিফাই করার নিয়ম ২০২৪

0

পেওনিয়ারের একাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে অনেকেই বিভিন্ন রকম সমস্যায় পড়েছেন বিশেষ করে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে।


ডকুমেন্ট ভেরিফাই করার জন্য প্রথমে পেওনিয়ারের ভেরিফিকেশন সেন্টারে গিয়ে নোটফিকেশন চেক করতে হবে, কী কী ডকুমেন্ট ভেরিফাই করার জন্য চাওয়া হয়েছে।

সাধারণত, পেওনিয়ারের একাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমে আপনার আইডি ভেরিফাই করতে হবে। স্মার্ট এনআইডি থাকলে ভালো হয় কিন্তু স্মার্ট এন আই ডি না থাকলে সেক্ষেত্রে অনলাইন কপি বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিইয়েও ভেরিফাই করা যাবে।









পেওনিয়ারের একাউন্ট ভেরিফাই করার নিয়ম ২০২৪ 



এরপর, এড্রেস ভেরিফিকেশন এর জন্য আপনাকে অথেনটিক ব্যাংক স্টেট্মেন্ট বা ইউটিলিটি বিল অথবা রেন্টাল এগ্রিমেন্ট জমা দিতে হবে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে স্টেটমেন্ট বা বিল যেন এপ্লিক্যান্ট এর নামের সাথে মিল থাকে।

আর যদি আপনার বিজনেস একাউন্ট ভেরিফাই করতে হয়, সেক্ষেত্রে কিছু এডিশনাল ডকুমেন্ট সাবমিট করার লাগবে। বিজনেস একাউন্ট ভেরিফিকেশনের জন্য ইনকর্পোরেশন সার্টিফিকেট / ট্রেড লাইসেন্স অথবা TIN / BIN এর মধ্যে যে কোন একটি সাবমিট করতে হবে।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top