পেলের যে রেকর্ড গুলো হয়তো কখনোই ভেঙে যাবেনা

0

 পেলের যে রেকর্ড গুলো হয়তো কখনোই ভেঙে যাবেনা-👇





১. সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোল করা। ১৭ বছর ২৩৯ দিন, বনাম ওয়েলস, ১৯৫৮।

২. সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করা। ১৭ বছর ২৪৪ দিন, বনাম ফ্রান্স, ১৯৫৮।


৪. সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ ফাইনালে গোল করা, ১৭ বছর ২৪৯ দিন।

৫. সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ জয়, ১৭ বছর ২৪৯ দিন

৬. গিনেজ রেকর্ড, সবচেয়ে বেশি গোল। ১৩৬৩ ম্যাচে ১২৮৩ গোল।

৭. গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড, সবচেয়ে বেশি হ্যাটট্রিক। ৯২ টি।

৮. গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড, সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ ও ‘ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার্স মেডেল’ জয়।

৯. দুটি বিশ্বকাপ ফাইনালে গোল করার রেকর্ড। ১৯৫৮ ও ১৯৭০। এই রেকর্ডে তার সঙ্গী ভাভা, পল ব্রেইটনার এবং জিনেদিন জিদান।

১০. সবচেয়ে বেশি সময়ের ব্যবধানে দুটি বিশ্বকাপের অলস্টার টিমে স্থান পাওয়া। ১৯৫৮ ও ১৯৭০, ব্যবধান ১২ বছর।

১১. একমাত্র ফুটবলার যাকে কোন দেশ আইন করে বিদেশী লিগে খেলা নিষিদ্ধ করেছিল। ১৯৬১ সালে ব্রাজিল সরকার আইন করে পেলেকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা দেয়। পেলেও দেশকে ভালবেসে কখনো ইউরোপের ক্লাবে খেলতে যান নি।

১২. তার সময়ে এসিস্টের হিসাব করা হত না। তবে ধারণা করা হয় সবচেয়ে বেশি এসিস্টও ছিল তার দখলে।

১৩.বিশ্বকাপে মাত্র ১৪ ম্যাচ খেলে, ১২ গোল + ১০ এসিস্ট = ২২ গোলে অবদান, যা সর্বোচ্চ❤️

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top