বিশ্বকাপের চেয়ে এবার কাতার বিশ্বকাপে তারকা বহুল হতে যাচ্ছে সাম্বার দেশ ব্রাজিল

0
♥ গত তিন বিশ্বকাপের চেয়ে এবার কাতার বিশ্বকাপে তারকা বহুল হতে যাচ্ছে সাম্বার দেশ ব্রাজিল~~ 

★নেইমার ~~ নেইমার মানেই সাম্বা বয়। ভালোবাসার আরেক নাম। তাকে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। সম্প্রতি নেইমার আছে তার সেরা ছন্দে। এখন শুধু কাতার বিশ্বকাপে ইঞ্জুরিমুক্ত নেইমার চাই। তাহলেই খেল খতম! 

★ ভিনিসিয়াস জুনিয়র~~ রিয়াল মাদ্রিদের মেইন ম্যান ভিনি মানেই নতুন চমক। আছে দুর্দান্ত ছন্দে। তাকে থামানো যেকোন ডিফেন্ডারের কাছে স্বপ্নের মতো। কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রাণ কেন্দ্র ভিনি হবে (নেইমারের পরে)  এটা নিঃসন্দেহ বলা যায়! 

★ এন্টোনি~~ আয়াক্সে আলো ছড়িয়ে সম্প্রতি ম্যান ইউ তে যোগ দেওয়া ম্যাজিকাল বয় এন্টোনি আছে দুর্দান্ত  ছন্দে। কাতার বিশ্বকাপে এক ঝলক গর্জন দিতে সে প্রস্তুত 



★ রাপিনহা~~ লিডসে আলো ছড়ানো রাপিনহা এখন বার্সাতেও আলো ছড়াচ্ছে। তবে বার্সাতে খুব বেশি টাইম পাচ্ছে না, সাব হিসাবে খেলতে হচ্ছে। তবে যতটুকু সময় পাচ্ছে ভালই খেলছে। তার ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা জানি, সে কাতারে গর্জে উঠবে! 

★রোদ্রিগো ~~ রিয়ালের শেষ মুহুর্তের ভরোসা রোদ্রিগোর ফিনিশিং খুব দুর্দান্ত।  রাইট হোক কিংবা লেফট হোক, কিংবা ফলস নাইন সব খানেই নিজেকে মানিয়ে নিতে পারে রোদ্রিগো। রাই কাতারে বিপদের দিনে রোদ্রিগো হলো আমাদের ট্রাম কার্ড। 

★ জেসুস~~ ১৮ বিশ্বকাপে জেসুস হতাস করলেও এখন সে পরিপক্ব।  আর্সেনালে আছে দারুন ছন্দে, নিজেকে এক অন্য লেভেলে নিয়ে যাচ্ছে জেসুস। কাতারে স্টাইকারের দায়িত্বে তাই জেসুসের উপর ভরোসা করাই যায়। তবে সমস্যা নাই তার ব্যাকাপ ও আছে। 

★মার্টেনেলি ~~ আর্সেনালের মেইন তারকা আমি মার্টেনেলি কে বলবো। তার খেলায় এক অন্য রকম ছন্দ আছে। কি পাস থেকে শুরু করে আক্রমণ ভাগে সবচেয়ে সক্রিয় থাকে মার্টেনেলি। কাতারে ভিনির সাব হিসাবে মার্টেনেলি পারফেক্ট! 

★ ব্রুনো গুইমারাজ~~ বর্তমান ব্রাজিলের সেরা মিডি গুইমারাজ। বল কন্ট্রোলিং, দুর্দান্ত পাসিং সব দিকেই অসাধারণ গুইমারাজ। একটা কমপ্লিট প্যাকেজ। তাকে ছাড়া মাঝমাঠ অকল্পনীয়। তাকে মাঝমাঠে লাগবেই, যদি ব্রাজিল কাতার বিশ্বকাপ জিততে চাই। 

★ কোতিনহো~~ কোতিনহো ভিলাতে কিছুটা অফ ফর্মে থাকলেও, ব্রাজিলের হয়ে সে কতটা ভয়ংকর সেটা আমরা জানি। কাতারে হয়তবা নেইমারের জন্য শুরুর একাদশে খুব একটা সুজোক পাবে না কোতি। তবে সাব হিসাবে সে পারফেক্ট 

★ পেদ্রো~~ ফ্লামেংগোর স্টাইকার পেদ্রোর সাম্প্রতিক ফর্ম ঈর্ষনীয়।  এক কথায় অসাধারণ।  সামনের বাছাই পর্ব যদি পেদ্র ভালো খেলে তাহলে কাতার বিশ্বকাপে জায়গা পেতে পারে। ব্যাকাপ হিসাবে পেদ্রো ভালো করবে। আর দল হবে শক্তিশালী। 

★ এডার মিলিটাও ~~ ডিফেন্ডের বস মিলিটাও আছে দারুন ছন্দে। রিয়ালের মেইন ডিফেন্ডার যেমন মিলিটাও ঠিক তেমন ব্রাজিলের ও মেইন ডিফেন্ডার হবে মিলিটাও,  সে দিন সামনে। কাতার বিশ্বকাপে ডিফেন্ডের অন্যতম ভরোসা মিলিটাও। 

★রিচা~~ টটেনহামে রিচা ভালই ফর্মে আছে। তাই কাতারে তাকে দেখা যাবার সম্ভাবনা বেশি। সেও পারফেক্ট সাব হবে এটা নিশ্চিত তবে শুরুর একাদশে ও তাকে দেখা যেতে পারে। 

★ কুনহা~~ ব্যাপক আলোচনা ময় কুনহা এটিএম এ বেঞ্চড গরম করছে। স্টাইকার হবার সব গুণাবলি তার ভিতরে আছে। কাতার বিশ্বকাপে সুজোক পেলে সেও গর্জে উঠতে পারে। 

★ ফ্যাবিনহো ~~ লিভারপুলের মিডের মেইন ম্যান ফ্যাবি আছে দুর্দান্ত ছন্দে। ডিএমের মূল ভরোসা ফ্যাবি কিন্তু ক্যাসা থাকায় ফ্যাবির বেঞ্চড গরম করার সম্ভাবনা বেশি। তবে সে শুরুর একাদশে ডিজার্ভ করে। আমাদের কপাল খারাপ আমরা ক্যাসা ও ফ্যাবিকে একসাথে দেখতে পারবো না। তবে আশা করতেই পারি।

♠ এছাড়াও তারকা সিলভা, মার্কু, এলিসন, এদারসন, ক্যাসা, আলভেজ তো থাকছেই! 

♦ গত তিন বিশ্বকাপে ব্রাজিল ছিলো এককেন্দ্রিক দল। কিন্তু এবার ব্রাজিল নেইমার কেন্দ্রিক নয়। দলটা দলগত ভাবে খেলে। আগে দেখা যেতো ব্রাজিলের সাইট বেঞ্চ অনেক দুর্বল তবে এবারের দলে সাইট বেঞ্চড খুব শক্তিশালী।  দলে থাকবে অনেক স্কোরার যা গত বিশ্বকাপ গুলাতে দেখা যায় নি।  এখন তিতের হাতে অনেক অপশন আছে, তিতে যদি ঘ্যাউড়ামি না করে, তাহলে কাতার বিশ্বকাপ ব্রাজিলে উকি দিচ্ছে ৯৯.৯৯৯%. 

♣তবে এতো কিছুর পরেও একটা আফসোস থেকে যাবে -- নিউক্যাসেলের মিডি জোয়েলিংটন কে নিয়ে। দানব ছেলেটা ব্রাজিল দলে ডিজার্ভ করে। সে দলে থাকলে মাঝমাঠ হতো অন্যরকম শক্তিশালী🇧🇷🇧🇷🇧🇷🇧🇷

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top